জাফলংয়ে যৌথ বোমা মেশিন চক্র : ক্ষত-বিক্ষত পরিবেশ

সিলেট সুরমা ডেস্ক : বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের কাছে প্রাকৃতিক রূপ কন্যা হিসাবে জাফলং জনপ্রিয়। পাহাড় নদী সবুজ প্রকৃতির জাফলং দিনে দিনে বিরান ভূমিতে ভায়ল রূপ ধারণ করছে। আর সব কিছুর মূলে রয়েছে যন্ত্র দানব বোমা মেশিন৷ এই যন্ত্র দিয়ে ভূগভের ৭০-৮০ ফুট গভীর হতে পাথর উত্তোলন করায় তীর ধষে যাচ্ছে নদী গর্ভে। ফলে পিয়াইন নদীর তীরবর্তী নয়াবস্তী, কান্দুবস্তি, মন্দীরের জুমের প্রকৃতি নষ্ট হচ্ছে, দূষিত হচ্ছে পরিবেশ, বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে ১৫শত পরিবারের নিরাপদ বাসস্থান। শুষ্ক মৌসুম শুরুর পূর্ব মহুত্বে যন্ত্র দানব ”বোমা মেশিন” দিয়ে পাথর উত্তোলনে করা … Continue reading জাফলংয়ে যৌথ বোমা মেশিন চক্র : ক্ষত-বিক্ষত পরিবেশ